• Bengali Word হিং, হিঙ English definition [হিঙ্‌] (বিশেষ্য) একজাতীয় বৃক্ষের কটু গন্ধময় নির্যাস-যা ঔষুধের উপাদান বা ব্যঞ্জনের মসলারূপে ব্যবহৃত হয় (কাবুলী হিং-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) হিঙ্গু>}
    • Bengali Word হিংচা ১ English definition ⇒ হেলেঞ্চা
    • Bengali Word হিংচা ২, হিঞ্চা, হেলেঞ্চা English definition [হিঙ্‌চা, হেন্‌চা, হ্যালেন্‌চা] (বিশেষ্য) জলজ তিক্ত শাকবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) হিলমোচিকা>}