• Bengali Word হালকা, হাল্কা English definition [হাল্‌কা] (বিশেষণ) ১ অল্প ভারযুক্ত; পাতলা (হালকা দেহের জন্য বলকা দুধ)। ২ লঘু। ৩ মৃদু (হাল্কা হাসি হাসছে কেবল-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ ফিকা (জলের মত হাল্কা রঙ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৫ গুরুত্বশূন্য (হালকা কথা)। ৬ চিন্তাশূন্য (হালকা মন)। ৭ আলতো (হালকা হাত)। ৮ কর্মহীনা (হাত হালকা হাওয়া)। হালকাপনা, হালকামি (বিশেষ্য) লঘুতা; ছেলেমানুষি; অর্বাচীনতা (পিতামাতাও তেমনি অবাধ্য ছেলের নিন্দা করে নিজেদের হালকামির পরিচয় দেন-লুর)। {(আরবি) হলকান; (তৎসম বা সংস্কৃত) লঘুক>}