• Bengali Word হার্দ, হার্দ্য English definition [হার্‌দো] (বিশেষ্য) প্রণয়; প্রীতি; হৃদ্যতা; স্নেহ। ¨ (বিশেষণ) ১ হৃদ্‌গত; আন্তরিক; অন্তরজাত (তখন কোনও রকম হার্দ্য বাদানুবাদে জড়িয়ে-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ মনোজ্ঞ; মনোহর। {(তৎসম বা সংস্কৃত) হৃদয়>হৃদ্‌+অ(অণ্‌),য}
    • Bengali Word হার্দিক English definition [হার্‌দিক্‌] (বিশেষণ) ১ আন্তরিক; হৃদয়জাত; হৃদ্‌গত (ইতিমধ্যেই আবদুর রহমানের সঙ্গে আমার রীতিমত হার্দিক সম্পর্ক স্থাপিত হয়ে গিয়েছে-সৈয়দ মুজতবা আলী)। ২ হৃদয় সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) হার্দ+ইক(ঠক্‌)}
    • Bengali Word হার্দী (-দিন্‌) English definition [হার্‌দি] (বিশেষণ) স্নেহযুক্ত; সহৃদয়; স্নেহবান। {(তৎসম বা সংস্কৃত) হার্দ+ইন(ইনি)}