• Bengali Word হাভাত,হাবাত English definition [হাভাত্‌, হাবাত] (বিশেষ্য) ১ নিরন্ন দশা; অন্নের জন্য হায় হায়; অন্নসংস্থানহীন ব্যক্তি। ২ হতভাগ্য (হাবাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। হাভাতে (বিশেষণ) ভাতের জন্য হায় হায় করে এমন(এই হাভাতেদের ভাতের কান্না শুনে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {হা+ভাত; (অব্যয়ীভাব সমাস)}