• Bengali Word হা English definition [হা] (অব্যয়) ১ হায়। ২ যন্ত্রণা, বিস্ময়, ক্লেশ, শোক, বিষাদ প্রভৃতিসূচক শব্দ। ৩ নিন্দাসূচক শব্দ। হা কপাল (বিশেষ্য) মন্দভাগ্যের প্রতি ইঙ্গিত। হা ধিক (বিশেষ্য) ১ ঘৃণা প্রকাশ। ২ দুঃখ প্রকাশ। হা পিত্যেশ (বিশেষ্য) ১ অতিশয় লোভহেতু আকাঙ্খা। ২ আফসোস; অনুশোচনা। ৩ দীর্ঘকালব্যাপী প্রত্যাশা বা কামনা। হা-ভাত (বিশেষ্য) অন্নের জন্য হাহাকার; দুর্ভিক্ষ। হাহুতাশ (বিশেষ্য) খেদ; আক্ষেপ; অতিশয় আফসোস। হা হন্ত (অব্যয়) অত্যন্ত কাততাপূর্ণ উক্তি; গেলাম; মলাম। {ধ্বন্যাত্মক}
    • Bengali Word হাই English definition [হাই] (বিশেষ্য) জৃম্ভণ; আলস্য হেতু হা করা; ঘুমের ভাবহেতু মুখ ব্যাদান (এসো ভাই, তোলো মাই, শুয়ে পড়ে চিৎ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) হাফিকা>}
    • Bengali Word হাইওয়ে English definition [হাইওয়ে] (বিশেষ্য) দূরপাল্লার সড়কপথ; পরিবহন চলাচল উপযোগী দূরগামী দীর্ঘ ও উঁচু পাকা রাস্তা বা সড়ক। {(ইংরেজি) high way}