• Bengali Word স্প্রিং English definition [স্‌প্রিঙ্‌] (বিশেষ্য) ধাতুর তৈরি একপ্রকার স্থিতিস্থাপক বলয়। ⇒ ইস্প্রিং। {(ইংরেজি) spring}
    • Bengali Word ইস্প্রিং English definition ⇒ স্প্রিং
    • Bengali Word ইস্প্রিং, স্প্রিং English definition [ইস্‌পিরিঙ্] (বিশেষ্য) যন্ত্রাদি চালু রাখার কাজে ব্যবহৃত ধাতুর তৈরি কুণ্ডলীকৃত স্থিতিস্থাপক লোহার তারের বলয়বিশেষ (একটা) স্প্রিং অনবরত তার পেছনে থেকে তাকে গুঁতো মেরেছে-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) spring}