• Bengali Word স্কুল, ইস্কুল English definition [ইস্‌কুল্‌] (বিশেষ্য) ১ বিদ্যালয়; শিক্ষাগার; পাঠশালা; প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়। ২ মতবাদ। ৩ গোষ্ঠী; সম্প্রদায়। স্কুলঘর (বিশেষ্য) বিদ্যালয়-গৃহ। স্কুলঘেঁষা (বিশেষণ) বিশেষ কোনো গোষ্ঠীর মতবাদ বা বিশ্বাস সম্বন্ধীয় (আরো অনেক কথা তুললেন যা দস্তুরমতো জটিল এবং ইস্কুলঘেঁষা-বুদ্ধদেব বসু)। স্কুলফাইনাল (বিশেষ্য) স্কুলের সর্বশেষ পরীক্ষা। স্কুলবোর্ড (বিশেষ্য) প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা তত্ত্ববধানের জন্য নির্বাচিত বা মনোনীত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। স্কুলমাস্টার (বিশেষ্য) প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। স্কুলমাস্টারি (বিশেষ্য) প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার কাজ। {(ইংরেজি) school}
    • Bengali Word ইস্কুল English definition ⇒ স্কুল
    • Bengali Word হাইস্কুল English definition [হাইস্‌কুল্‌] (বিশেষ্য) ১ উচ্চবিদ্যালয়। ২ দশম শ্রেণি পর্যন্ত পড়ানোর ব্যবস্থা আছে যে স্কুলে। {(ইংরেজি) high school}