• Bengali Word লম্ফ English definition [লম্‌ফো] (বিশেষ্য) লাফ। লম্ফঝম্ফ (বিশেষ্য) ১ লাফ ও ঝাঁপ; লাফালাফি। ২ অতিশয় ত্বরা বা চাঞ্চল্য ব্যক্ত করা। ৩ দম্ভ প্রকটন; অহঙ্কার প্রকাশ। ৪ (ব্যঙ্গার্থ) নিরর্থক উত্তেজনা প্রকাশ। ৫ অনাবশ্যক বা অসার আস্ফালন। ৬ অহেতুক তর্জনগর্জন (যেমন তার গগনবিদারী উচ্চ কণ্ঠ তেমনি লম্ফঝম্প-আবু জাফর শামসুদ্দীন)। ৭ হাঁকডাক; চিৎকার; চেঁচামেচি। লম্ফন (বিশেষ্য) লাফ দেওয়া; ডিঙানো; লাফ। {(তৎসম বা সংস্কৃত) √লম্ফ্‌+অ(ঘঞ্‌)}
    • Bengali Word উল্লম্ফন, উল্লম্ফ English definition [উল্‌লম্‌ফন্‌, উল্‌লম্‌ফো] (বিশেষ্য) ১ লাফ দিয়ে অতিক্রম; উল্লঙ্ঘন; ডিঙানো। ২ লাফঝাঁপ করা। {সংস্কৃত. উৎ+লম্ফন, লম্ফ}