• Bengali Word মুখানো, মুখান, মুখনো, মুখন English definition [মুখানো, মুখান, মুখনো, মুখন] (ক্রিয়া) উন্মুখ বা উৎসুক বা ব্যগ্র বা উৎসাহী হওয়া। □ (বিশেষ্য) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) মুখ+(বাংলা) আনো}