- Bengali Word মিস্তি English definition ⇒ মিহনত
- Bengali Word মিসর English definition ⇒ মিশর
- Bengali Word মিস ১, মিশ English definition [মিশ্] (বিশেষণ) ঘোর মিসির মতো (মিসকালো রং)।
মিসকালো (বিশেষণ) ঘোর কালো; মিসির মতো কালো (যেন ডাকাতের মিসকালো মাথার ঝাঁকড়া বাবরী চুল-মঈনুদ্দীন)।
মিস মিশ (অব্যয়) ঘোর কৃষ্ণবর্ণের ভাবসূচক (কাল মিসমিস করছে)।
মিসমিসে, মিশমিশে (বিশেষণ) গাঢ় কৃষ্ণবর্ণ; ঘোর কালো রং (মিসমিসে কালো)।
□ (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) ঘোর (মিসমিসে কালো রং)।
{(তৎসম বা সংস্কৃত) মসী>}