• Bengali Word মালিকুল মউত, মালেকুল মউত English definition [মালিকুল্‌মউত্‌, মালেকুল্‌মউত্‌] (বিশেষ্য) যে ফেরেশতা জীবের প্রাণ সংহর করেন; মৃত্যুর ফেরেশতা; আজরাইল (পঙ্ক মেলিয়া মালিকুল মউত আঁটিল কাটিতে ছুরি-কাজী নজরুল ইসলাম; শিবাজীর প্রতি মালেকুল মউতের জিহ্বার ন্যায়....তরবারি প্রসারণ করিয়া-ইসমাইল হোসেন শিরাজী)। {(আরবি) মালাকুল্‌ মরত}