• Bengali Word মার্জন English definition [মার্‌জন্‌] (বিশেষ্য) ১ প্রক্ষালন; মাজা; পরিষ্কারকরণ; পরিষ্করণ (খাটপালঙ বাসন কোসনকে শোধন এবং মার্জন করা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ শোধন; বিশুদ্ধিকরণ। ৪ দোষ ক্ষালন; অপরাধ মুক্তি। মার্জক (বিশেষণ) মার্জন বা পরিষ্কার করে এমন। মার্জনা (বিশেষ্য) ১ ক্ষমা; মাফ (ত্রুটি মার্জনা করা)। ২ প্রক্ষালন; পরিষ্করণ; শোধন; ক্ষালন। মার্জনী (বিশেষ্য) ১ যা দিয়ে পরিষ্কার করা যায়। ২ সম্মার্জনী; ঝাড়ু; বুরুশ। মার্জনীয় (বিশেষণ) ক্ষমার উপযুক্ত; ক্ষমার্হ। {(তৎসম বা সংস্কৃত) √মার্জ্‌/মার্জি+অন(ল্যুট্‌)}