• Bengali Word বেঁটে ১, বাইটা English definition [বেঁটে, বাইটা] (বিশেষণ) ১ খাটো; ছোট; খর্বকায় (জনতার পুরোভাগে একটি বাইটা লোক আমলাদের সাথে তর্ক করিতেছে-আবুল মনসুর আহমদ)। ২ বামন। বেঁটে-খাটো (বিশেষণ) খর্বকায় (বেঁটেখাটো মানুষটা)। {(তৎসম বা সংস্কৃত) বণ্ঠ>}
    • Bengali Word বেঁটে ২ English definition [বেঁটে] (অসমাপিকা ক্রিয়া) ১ বেঁটে; পিষে; পেষণ করে। ২ ভাগবাঁটোয়ারা করে; বণ্টন করে। {(তৎসম বা সংস্কৃত) বণ্ঠ>+ (বাংলা) ইয়া>}