• Bengali Word বৃত্ত English definition [বৃত্‌তো] (বিশেষ্য) ১ (জ্যামিতি) একই সমতলে অবস্থিত একটি বিন্দু অন্য একটি বিন্দু থেকে সর্বদা সমান দূরে থেকে যে গোলাকার ক্ষেত্র সৃষ্টি করে; circle। ২ চরিত্র। ৩ শাস্ত্রোক্ত আচার। ৪ ছন্দ; যেসব ছন্দে সাধারণ সেগুলোকে বৃত্তছন্দ বলে। ৫ কচ্ছপ। □ (বিশেষণ) ১ বর্তুল; গোলাকার। ২ জাত; উৎপন্ন। ৩ আবৃত; আচ্ছাদিত। ৪ অভ্যস্ত; অভ্যাস দ্বারা আয়ত্ত। ৫ নিযুক্ত; কার্যরত। বৃত্তকলা (বিশেষ্য) দুই ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ বৃত্তাংশ। বৃত্তখণ্ড (বিশেষ্য) বৃত্তের যে অংশটি একটি সরল রেখা ও তদ্দ্বারা কর্তিত পরিধি খণ্ডের অন্তর্গত। বৃত্তগন্ধি (বিশেষ্য) কবিত্বপূর্ণ গদ্য রচনা। বৃত্তপুষ্প (বিশেষ্য) শিরীষ কদম্ব প্রভৃতি গোলাকার পুষ্প। বৃত্তবান (বিশেষণ) ১ চরিত্রবান। ২ আচারবান। ৩ গোলাকার। বৃত্তস্থ (বিশেষণ) ১ সচ্চরিত্র। ২ বৃত্তক্ষেত্রে স্থিত। বৃত্তাংশ (বিশেষ্য) বৃত্তের অংশ। বৃত্তানুবর্তী (বিশেষণ) আচারনিষ্ঠ। {(তৎসম বা সংস্কৃত) √বৃত্‌+ত(ক্ত)}
    • Bengali Word বৃত্তা (মধ্যযুগীয় বাংলা) English definition [বৃত্‌তা] (বিশেষণ) বৃত্তিভোগকারী (ব্রাহ্মণ বৈষ্ণব বৃত্তা-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) বৃত্তি>বৃত্ত+ (বাংলা) আ}
    • Bengali Word বৃত্তান্ত English definition [বৃত্‌তান্‌তো] (বিশেষ্য) ১ বিবরণ; বর্ণনা; ২ বার্তা; সংবাদ। ৩ বিষয়; ব্যাপার। ৪ ঘটনা। সর্ববৃত্তাদর্শী (বিশেষ্য) যিনি সকল ব্যাপার জানেন। {(তৎসম বা সংস্কৃত) বৃত্ত+অন্ত; বহুব্রীহি সমাস}