- Bengali Word বাহির, বাইর, বের, বার English definition [বাহির্, বাইর্, বের্, বার্] (বিশেষ্য) ১ বহির্ভাগ; বাইরের অংশ; বহির্দেশ; সদর; বাহির-বাড়ি; বৈঠকখানা (তখন মেয়েরা সাধারণত বাইরে আসতেন না)।
□ (বিশেষণ) ১ নিষ্ক্রান্ত (ঘরের বাহির)।
২ বের করা হয়েছে এমন; নিষ্কাশিত।
৩ নিঃসৃত।৪ প্রকাশিত।
৫ বিজ্ঞাপিত।
৬ আবিষ্কৃত।
৭ বহিষ্কৃত।
৮ শাসন বা দমন করা হয়েছে এমন।
৯ আয়ত্ত বহির্ভূত।
১০ বাইরে অবস্থিত; বহির্দেশস্থ (বাহির মহল)।
বেরোনো. বাহিরানো (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে।
□ (ক্রিয়া) বহির্গত হওয়া; বাইরে যাওয়া।
বাহিরায় (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) বহির্গত হয় (বাহিরায় যবে নদী-মাইকেল মধুসূদন দত্ত)।
বাহিরিল (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) বহির্গত হলো।
বাইরে, বাহিরে (বিশেষ্য) ১ বহির্ভাগে; বহিঃস্থ স্থানে (বাইরে গেছে); অন্য স্থানে; অন্য জায়গায় (ঘরে-বাইরে)।
□ (অব্যয়) অতিরিক্ত; বেশি (এর বাইরে কিছু জানি না)।
বাহিরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন⇒কোঁচা।
{(তৎসম বা সংস্কৃত) বহিঃ>}