- Bengali Word বারো, বার ৬ English definition [বারো] (বিশেষ্য), (বিশেষণ) ১২ সংখ্যা বা সংখ্যক; দ্বাদশ (রফিক আমাকে বারোটা বই দিয়েছে)।
বারোই/ ১২ ই (বিশেষ্য) মাসের দ্বাদশ দিবস বা তারিখ।
বারোইয়ারি, বারোয়ারি, বারোয়ারী (বিশেষণ) বন্ধুস্থানীয় বারো জন বা বহু জনের (বারোয়ারি সম্পত্তি); সমমনা বারো জন বা বহু জনের সমন্বয়ে গঠিত, অনুষ্ঠিত বা গৃহীত (বারোয়ারি পূজা, বারোয়ারি মেলা)।
বারোভূঁইয়া, বারোভূঁঞা (বিশেষ্য) দ্বাদশ ভূম্যধিকারী; পাঠান রাজত্বের শেষভাগের কেদার রায়, ঈশা খাঁ, প্রতাপাদিত্য প্রভৃতি বঙ্গের বারো জন বা ততোধিক শক্তিশালী সামন্ত রাজা।
বারো মাস ত্রিশদিন (বিশেষ্য) সর্বদা; সর্বক্ষণ।
বারো মাসি, বারো মাস্যা (বিশেষ্য) বিরহিণী নারীর এক বৎসরব্যাপী দুঃখের কাহিনী নিয়ে রচিত কবিতা।
বারেমাসের তেরো পার্বণ (বিশেষ্য) পার্বণাধিক্য বোধক-পার্বণ বা উৎসব লেগেই আছে এমন অবস্থা।
বারো মেসে (বিশেষণ) বৎসরের সকল সময়েই জন্মে এমন।
বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচি (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) অতিরিক্ত দীর্ঘ।
{(তৎসম বা সংস্কৃত) দ্বাদশ>}
- Bengali Word বারোয়া, বারোয়া, বারোয়ারি English definition [বারোয়া, বারোয়া, বারোয়ারি] (বিশেষ্য) একটি রাগিণীর নাম (নকীবের তুরী ফুৎকার আজ বারোয়ার সুরে কাঁদে-কাজী নজরুল ইসলাম)।
{(তৎসম বা সংস্কৃত) দ্বাদশ>বারো+(ফারসি) রয়ারী}
- Bengali Word বারোয়ারি, বারোয়ারী English definition ⇒ বারো