- Bengali Word বারী, বারি ৪ English definition [বারি] (বিশেষ্য) ১ হাতি ধরার দাঁড় বা স্থান; খেদা (বাহিরিল বেগে বারী হতে-মাইকেল মধুসূদন দত্ত)।
২ জলপাত্র; ঘট; কলসি।
{(তৎসম বা সংস্কৃত) বার+ঈ, ই}
- Bengali Word বারীন্দ্র English definition [বারিন্দ্রো] (বিশেষ্য) সমুদ্র (হে বারীন্দ্র, তব পদে এ মন মিনতি-মাইকেল মধুসূদন দত্ত)।
বারীন্দ্রাণী( স্ত্রীলিঙ্গ) ।
{(তৎসম বা সংস্কৃত) বারি+ইন্দ্র; তৎপুরুষ সমাস}
- Bengali Word বারীশ English definition [বারিশ্] (বিশেষ্য) সমুদ্র (বারীশের কাছে সামান্য বারিবিন্দু বলিয়া উপেক্ষিত হইবার যোগ্য-কাজী আবদুল ওদুদ)।
{(তৎসম বা সংস্কৃত) বারি + ঈশ; ৬ তৎপুরুষ সমাস}