- Bengali Word বারনারী, বারবধু, বারবনিতা, বারবিলাসিনী, বারযোষিৎ English definition [বারোনারি, বারোবোধু, বারোবোনিতা, বারোবিলাশিনি, বারোজ্যোশিত্] (বিশেষ্য) গণিকা; বারাঙ্গনা; বেশ্যা (পরম সমাদর পূর্বক বারনারীর উপর তাপসের আনয়নের ভারার্পণ করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।
{(তৎসম বা সংস্কৃত) দ্বাদশ>বার+(তৎসম বা সংস্কৃত) নারী, বধূ, বনিতা, বিলাসিনী, যোষিৎ; ৬ তৎপুরুষ সমাস}