- Bengali Word বামন ১, বামুন English definition [বামোন্, বোমুন্] (বিশেষ্য) ১ ব্রহ্মণ; হিন্দু বর্ণব্যবস্থায় চতুর্বর্ণের মধ্যে শ্রেষ্ঠ বর্ণ (সে যে সে বামুন নয়-শরৎচন্ত্র চট্টেপাধ্যায়)।
২ পুরোহিত; পূজক।
৩ পাচক।
বামনি, বামনী( স্ত্রীলিঙ্গ) ।
বামনগেল ঘর তো লাঙল তুলে ধর-(প্রবাদ.) কর্মচারীদের উপর দৃষ্টি না রাখলে তারা কাজ করে না, সেটি বোঝাতে এ প্রবাদের প্রয়োগ হয়ে থাকে।
বামন ঠাকুর (বিশেষ্য) পুরোহিত; পূজক; ব্রাহ্মণজাতীয় পাচক।
বামন শুদ্দুর তফাত (বিশেষ্য) আকাশ-পাতাল তফাত।
বামনের গরু (বিশেষ্য) যে ব্যক্তি বা বস্তুর নিকট অতি অল্প ব্যয়ে প্রচুর কাজ পাওয়া যায়।
{(তৎসম বা সংস্কৃত) ব্রহ্মণ>}
- Bengali Word বামন ২ English definition [বামোন্] (বিশেষ্য) ১ বেঁটেলোক; dwarf।
২ হিন্দু পুরাণোক্ত বিষ্ণুর অবতারবিশেষ।
বামন হয়ে চাঁদে হাত-অসম্ভব প্রয়াস; অযোগ্য লোকের বিরাট কিছু করার চেষ্টা; অসম্ভব বস্তু লাভের বৃথা চেষ্টা।
{(তৎসম বা সংস্কৃত) বাম+√নী+অ(ড)}