- Bengali Word বাপি, বাপী English definition [বাপি] (বিশেষ্য) ১ বড় পুকুর বা দিঘি; জলাশয়।
২ বাপ আদরে বাপি; পিতা।
{(তৎসম বা সংস্কৃত) √বপ্+ই(ইঞ্), ঈ(ঙীষ্)}
- Bengali Word বাপিত English definition [বাপিতো] (বিশেষণ) ১ বপন করা হয়েছে এমন; মুণ্ডিত বা রোপিত; উপ্ত।
২ বাওয়া ধান।
{(তৎসম বা সংস্কৃত) √বপ্+ণিচ্(=বাপি)+ত(ক্ত)}
- Bengali Word নির্বাপিত English definition [নির্বাপিতো] (বিশেষণ) নিবিয়ে দেওয়া হয়েছে এমন।
{(তৎসম বা সংস্কৃত) নিঃ+বাপিত}