- Bengali Word বাটা ১, বাঁটা English definition [বাটা, বাঁটা] (বিশেষণ) পেষণকৃত; পিষ্ট (ডাল বাটা; হলুদ বাটা)।
□ (ক্রিয়া) পেষণ করা।
{(তৎসম বা সংস্কৃত) (উদ্) বর্তন>(প্রাকৃত) (উব্) বট্টন>বট্ট>বাট+আ; (তুলনীয়) (হিন্দি) বাট্না}
- Bengali Word বাটা ২ English definition [বাটা] (বিশেষ্য) ১ এক প্রকার থালা; পানের থালা; তাম্বুল করঙ্ক (কেহ এ তাম্বুল জোগাএ সুবর্ণ বাটা ভরি-শেখ ফয়জুল্লাহ)।
২ জামাইষ্ঠীতে জামাতাকে দেয় থালাপূর্ণ খাদ্য।
{(তৎসম বা সংস্কৃত) (উদ্) বর্তন>প্রা (উব্) বট্টন>বট্ট>বাট+আ}
- Bengali Word বাটা ৩ English definition [বাটা] (বিশেষ্য) একজাতীয় সাদা ছোট মাছ (বাটা মাছ ভাজে যেই তেলে-জীবনানন্দ দাশ)।
{আঞ্চলিক}