- Bengali Word বাগাড়, বাঘাড় English definition [বাগাড়্, বাঘাড়্] (বিশেষ্য) বৃহৎ আকৃতির এক জাতীয় আড় মাছ।
{(তৎসম বা সংস্কৃত) বাঘ+আ>বাঘা>বাগা+(তৎসম বা সংস্কৃত) অণ্ড>আড়}
- Bengali Word বাগাড়ম্বর English definition [বাগাড়ম্বর্] (বিশেষ্য) কথার ঘটা; বড় বড় কথা; কথার আড়ম্বর।
{(তৎসম বা সংস্কৃত) বাক্+আড়ম্বর}