- Bengali Word বাইচ, বাইছ English definition [বাইচ্, বাইছ্] (বিশেষ্য) প্রতিযোগিতামূলক নৌকাচালনা (কতগুলি রোক বাইচ খেলিবার আয়োজন করিতেছে-শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)।
{(তৎসম বা সংস্কৃত) বাজী>বজি>বাইচ(?)}
- Bengali Word বাইচালি (মধ্যযুগীয় বাংলা) English definition [বাইচালি] (বিশেষ্য) কৌতুকজনক খেলা (শ্যাম প্রিয়ার বাইচালি খেলায়-পূর্ববঙ্গ গীতিকা)।
{বাইচ+আলি}