- Bengali Word বাঁধনি, বাঁধনি English definition [বাঁধোনি, বাঁধুনি] (বিশেষ্য) ১ বন্ধন; বাঁধাছাঁদা; গ্রন্থি (নিজ হাতে বাঁধা বাঁধনি-রবীন্দ্রনাথ ঠাকুর)।
২ শৃঙ্খল; সংহতি (কাজের বাঁধনি)।
৩ শৃঙ্খলাপূর্ণ বিন্যাস; সুসরঙ্গত সৌষ্ঠব (অনেক কবিতাও ও দেখি যার বাঁধুনি চমৎকৃত করে কিন্তু মন টানে না-অবনীন্দ্রনাথ ঠাকুর)।
{(তৎসম বা সংস্কৃত) বন্ধনী}