- Bengali Word বাঁদর, বানর, বান্দর English definition [বাঁদোর্, বানোর্, বান্দোর্] (বিশেষ্য) মর্কট; কপি; শাখমৃগ; এক প্রকার জন্তু।
বাঁদরী, বানরী (বিশেষ্য)( স্ত্রীলিঙ্গ) ।
বাঁদর নাচ (বিশেষ্য) বাঁদরের নাচের মতো উৎকট নাচ; নাজেহাল অবস্থা; দুর্ভোগ (বিশ্বসংসার আমাকে বাঁদর নাচ না নাচিয়ে ছাড়বে না-সৈয়দ মুজতবা আলী)।
বাঁদরমুখো (বিশেষণ) বাঁদরের মতো বিশ্রী মুখবিশিষ্ট।
বাঁদরামি, বাঁদরামো (বিশেষ্য) শয়তানি; বানরপ্রকৃতি সুলভ আচরণ; বানরের মতো বিকট দুষ্টামি (অনেকে একে ফাজলামী বা বাঁদরামী বলেও অভিহিত করতে পারেন-কাজী নজরুল ইসলাম)।
রাঁদরে (বিশেষণ) বানর সুলভ আচরণ; উৎকট দুষ্টামিযুক্ত (প্রকৃত বাঁদুরে হাঙ্গামে বাজারে নানারকম গান উঠলোকালীপ্রসন্ন সিংহ)।
বাঁদুরে বুদ্ধি (বিশেষণ) বানরের মতো দুষ্টামি বুদ্ধি (বাঁদুরে বুদ্ধি খুব আছে)।
{(তৎসম বা সংস্কৃত) বানর>}