• Bengali Word বধ English definition [বধ্‌] (বিশেষ্য) হত্যা; হনন (তোমারে লাগিবে মোর বধ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। বধক, বধী (বিশেষণ) হত্যাকারী; ঘাতক (আমি ত বধক তুমি সে সাধক-সৈয়দ আলাওল)। বধয়ে (পদ্যে ব্যবহৃত) (ক্রিয়া) বধ করে (বদনে বদন দিয়া বধয়ে পরাণ-বিদ্যাপতি)। বধার্থ (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) বধের নিমিত্ত। বধোদ্যত (বিশেষণ) হত্যা করতে উদ্যত। বধোদ্যতা( স্ত্রীলিঙ্গ) । বধ্য, বধার্হ (বিশেষণ) বধের যোগ্য এমন; হত্যার উপযুক্ত এমন। বধ্যভূমি, বধস্থলী, বধস্থান (বিশেষ্য) বধ করার স্থান। {(তৎসম বা সংস্কৃত) √হন্‌+অ(অপ্‌)}
    • Bengali Word বধওঁ English definition [বধওঁ] (ক্রিয়া) বধ বা হত্যা করি (যবেঁ আন করোঁ তাক বধওঁ ব্রাহ্মণ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) বধ(নামধাতু)+প্রা(বাংলা) ওঁ}
    • Bengali Word বধির English definition [বোধির্‌] (বিশেষণ) কালা; শুনতে পায় না এমন। বধিরতা, বধিরত্ব বি। বধিরা (স্ত্রীলিঙ্গ) (হে নিষ্ঠুর বধিরা উর্বশী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বধ+ইর(কিরচ্‌)}