• Bengali Word ফয়সালা, ফায়সালা English definition [ফয়্‌সালা,ফায়সালা](বিশেষ্য) ১ মীমাংসা; মিটমাট; নিষ্পত্তি (মালিকানা স্বত্বের ফয়সলা করার জন্য প্রস্তুত হল-জগলুল হায়দার আফরিক)। ২ রায়; বিচারফল (গা-ময় তিলক ছাব দিয়া যেন সদর দেওয়ানী আদালতের ফয়সালা বেরুলেন-দীনবন্ধু মিত্র)। ফয়সালা করা (ক্রিয়া) ১ নিষ্পত্তি করা। ২ মিটমাট করা। {(আরবি) ফইসল; (ফারসি) ফইসলাহ}