• Bengali Word ফৌত, ফোত English definition [ফোউত্‌ ফোত্‌] (বিশেষণ) ১ মৃত; গত; নষ্ট (দুজন ঘোড়সওয়ার জখম, আর একজন ফৌত হয়েছে-গৌরিশঙ্কর চট্টাচার্য)। ২ উত্তরাধিকারহীন হয়ে মৃত; নির্বংশ। □ (বিশেষ্য) দেউলিয়া; ফতুর; সর্বস্বান্ত (এরা কিছুদিন পরে ফোত হবেন-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ফৌতি (বিশেষণ) মৃত ব্যক্তির; মৃত ব্যক্তি স্পর্কিত। {(আরবি) ফৌত}