• Bengali Word ফোলা, ফুলা English definition [ফোলা, ফুলা] (ক্রিয়া) ১ স্ফীত হওয়া (ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ফুলে বা ফেঁপে ওঠা। ৩ স্থুল বা মোটা হওয়া। ৪ (আলঙ্কারিক) ধনবান হওয়া। ৫ স্বাস্থ্যেন্নয়ন হওয়া। ৬ গর্বিত হওয়া। ৭ ব্যবসা-বাণিজ্যে উন্নতি লাভ করা। ৮ শোথ রোগে ফুলে ওঠা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ফোলানো, ফুলানো, ফুলনো (ক্রিয়া) ১ স্ফীত করা। ২ ফাঁপিয়ে তোলা। ৩ (আলঙ্কারিক) অতি প্রশংসাদি দিয়ে অহঙ্কৃত করে তোলা; বাড়িয়ে তোলা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √স্ফার্‌>√ফুল্‌+আ}
    • Bengali Word গাল পারা, গাল ফোলানো, গাল বাড়িয়ে চড় খাওয়া, গাল বাদ্য English definition ⇒ গাল