• Bengali Word ফুলেল, ফুলল English definition [ফুলেল্‌, ফুলল্‌] (বিশেষণ) ১ পুষ্পময়; ফুলে ভরা; কুসুমিত (দোয়েল শ্যামা লহর তোলে কৃষ্ণচূড়ার ফুলেল শাখায়-কাজী নজরুল ইসলাম)। ২ পুষ্পগন্ধে আমোদিত; ফুলের গন্ধযুক্ত। ৩ ফুলের মতো রমণীয় (ফুলল হবে আকাশ-মোহিতলাল মজুমদার)। পুষ্পসার মিশ্রিত (ফুলেল তেল-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {ফুল+তেল>}