• Bengali Word ফুলকা, ফুলকো English definition [ফুল্‌কা,ফুল্‌কো] (বিশেষ্য) ১ মৎস্যাদির কানকোর নিম্নস্থ চিরুনির মতো শ্বাসযন্ত্রবিশেষ (পাঁজরা দুটো ওঠানামা করে, ডাঙায় ওঠানো মাছের ফুলকোর মতো-গুণময় মান্না)। ২ ফোলানো বস্তুর উপরের পাতলা আবরণ বা আচ্ছাদন বা ছাল (লুচির ফুলকা)। □ (বিশেষণ) ফুলানো; স্ফীত। {ফুল+কা}