• Bengali Word ফালা, ফাল্লা English definition [ফালা, ফাল্‌লা](বিশেষ্য) ১ খণ্ড; ফালি; লম্বা টুকরা (কাপড়ের ফালা)। ২ লম্বভাবে কাটা ছেঁড়া; ছেদ (আঁচলটাতে প্রকাণ্ড একটা ফালা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ফালা দেওয়া (ক্রিয়া) লম্বালম্বি কাটা (কাপড়ড়ায় ফালা দিলে কেমন করেদীনবন্ধু মিত্র)। ফালা ফালা করা (ক্রিয়া) লম্বা লম্বা টুকরা করে ছিন্ন করা বা ছেঁড়া। {(তৎসম বা সংস্কৃত) √ফল্‌>√ফাল্‌+আ}
    • Bengali Word ফালাও English definition ⇒ফলাও
    • Bengali Word ফলাও, ফালাও English definition [ফলাও,ফালাও](বিশেষণ) ১ বিস্তীর্ণ; প্রশস্ত; প্রসারিত; ঢালাও (ওর বুদ্ধি ছিল ফলাও-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অতিরঞ্জিত (সে আর জ্ঞানটুকু আর একটু ফলাও প্রচার করল)। ৩ প্রচুর; পরিপূর্ণ; সমৃদ্ধ। {(আরবি) ফলাহ্‌=সমৃদ্ধি}