• Bengali Word ফলিত English definition [ফোলিতো](বিশেষণ) ১ ফলবান; ফলযুক্ত। ২ সফর; সিদ্ধযুক্ত; সত্যরূপে প্রমাণিত। ৩ পরীক্ষা বা গবেষণা দ্বারা প্রমাণিত বা সিদ্ধ। ৪ প্রক্রিয়ামূলক; applied (ফলিত রসায়ন)। ফলিত জ্যোতিষ (বিশেষ্য) গ্রহ-নক্ষত্রের গতি দ্বারা ভূত ভবিষ্যৎ জানার শাস্ত্রবিশেষ; astrology। ফলিত বিজ্ঞান (বিশেষ্য) ব্যবহারিক বিজ্ঞান; গবেষণায় সিদ্ধ বিজ্ঞান (আমাদের অনেক অভিজ্ঞতা ফলিত বিজ্ঞানের তোয়াক্কা রাখে না-সুধীন্দ্রনাথ দত্ত)। ফলিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) রজঃস্বলা নারী। ফলিতার্থ (বিশেষ্য) সারাংশ; প্রধান অংশ। {(তৎসম বা সংস্কৃত) ফল+ইত(ইতচ্‌)}
    • Bengali Word ফলই, ফলুই, ফলি English definition [ফোলোই,ফোলুই,ফোলি](বিশেষ্য) চিতলজাতীয় ছোট মৎস্যবিশেষ; ফলিমাছ। {(তৎসম বা সংস্কৃত) ফলকী>}