• Bengali Word ফলাও, ফালাও English definition [ফলাও,ফালাও](বিশেষণ) ১ বিস্তীর্ণ; প্রশস্ত; প্রসারিত; ঢালাও (ওর বুদ্ধি ছিল ফলাও-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অতিরঞ্জিত (সে আর জ্ঞানটুকু আর একটু ফলাও প্রচার করল)। ৩ প্রচুর; পরিপূর্ণ; সমৃদ্ধ। {(আরবি) ফলাহ্‌=সমৃদ্ধি}