• Bengali Word ফলসা, ফালসা English definition [ফল্‌সা,ফাল্‌সা](বিশেষ্য) অম্লমধুর স্বাদ যুক্ত কৃষ্ণলোহিতবর্ণ ক্ষুদ্র গোলাকার ফলবিশেষ (ফলসার রস-রবীন্দ্রনাথ ঠাকুর)। ফলসাই, ফালসাই (বিশেষণ) ফলসাজাতীয় ; ফলের রং বিশিষ্ট (আমি খাটের উপর থেকে ফালসাই রং এর শাড়ী তুলে নিলাম-রখা)। {(ফারসি) ফলসা}