• Bengali Word ফতো, ফোতো English definition [ফতো, ফোতো](বিশেষণ) ১ পরপুষ্ট; অপরের দান বা অনুগ্রহে বাবুগিরি করতে অভ্যস্ত। ২ অন্তঃসারহীন; অসার; অপদার্থ। ফতো নবাব, ফতোবাবু, ফতো কাপ্তেন (বিশেষ্য) যার বাহ্যিক আচরণ নবাব বা বাবুর মতো কিন্তু অন্তঃসারহীন (ফতোবাবু নয়; দস্তুরমতো সাহেব-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(আরবি) ফরত}
    • Bengali Word ফতোয়া, ফতুয়া, ফতওয়া English definition [ফতোয়া, ফতুয়া, ফত্‌ওয়া](বিশেষ্য) ইসলাম ধর্মশাস্ত্র সম্মত সিদ্ধান্ত বা রায় বা লিখিত ব্যবস্থা বা মীমাংসা; শাস্ত্রবির্দেশ (তাঁহাকে কাফের বলিয়া ফৎওয়া জারি করিনে-ওয়া; মাটি দিল ফতুয়া মতন জানাজা পড়িয়া-ময়মনসিংহ গীতিকা)। ফতোয়াবাজ (বিশেষ্য) ফতোয়া জারি করতে ওস্তাদ। {(আরবি) ফতরা}