- Bengali Word পৃথিবী, পৃথ্বী English definition [পৃথিবী, পৃত্থি] (বিশেষ্য) ভূমণ্ডল; ধরণী; ধরিত্রী; অবণী; ক্ষিতি; বসুমতী; বসুন্ধরা; মহী; জগৎ; মেদিনী।
{(তৎসম বা সংস্কৃত) পৃথ্+ইব(ষিবন্)+ঈ(ঙীষ্), পৃথু+ঈ(ঙীপ্)}
- Bengali Word দ্যাবাপৃথিবী English definition [দ্যাবাপ্রিথিবি] (বিশেষ্য) আকাশ ও পৃথিবী; স্বর্গ ও ধরণী।
{(তৎসম বা সংস্কৃত) দিব্>দ্যাবা+পৃথিবী; (দ্বন্দ্ব সমাস)}