• Bengali Word দেহ ১ English definition [দেহো] ((পদ্যে ব্যবহৃত)) (ক্রিয়া) দাও (অধম সন্তানে মাগো দেহ পদছায়া-গান)। {দে+হ}
    • Bengali Word দেহ ২ English definition [দেহো] (বিশেষ্য) শরীর; অঙ্গ (জীব-তারা যদি খসে এ দেহ-আকাশ হতে-মাইকেল মধুষূদন দত্ত)। দেহকোষ (বিশেষ্য) গায়ের চামড়া; ত্বক; চর্ম। দেহক্ষয়, দেহপাত (বিশেষ্য) ১ দেহের নাশ বা ধ্বংস; জীবন বিসর্জন; মৃত্যু। ২ স্বাস্থ্য বিসর্জন; স্বাস্থ্যহানি। দেহজ (বিশেষণ) দেহ থেকে জাত বা উৎপন্ন। □ (বিশেষ্য) পুত্র; ছেলে। দেহজা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কন্যা; মেয়ে। দেহতত্ত্ব (বিশেষ্য) শারীরবিদ্যা; দেহের অঙ্গ-প্রত্যঙ্গ সম্পর্কিত বিদ্যা; physiology। ২ দেহের মধ্যেই সকল সত্য নিহিত এই তত্ত্ব; দেহ আত্মা ইত্যাদির তত্ত্ব (দেহতত্ত্বের গান)। দেহত্যাগ (বিশেষ্য) প্রাণত্যাগ; মৃত্যু। দেহপিঞ্জর (বিশেষ্য) দেহরূপ খাঁচা বা পিঞ্জর; যেখানে পাখিরূপ আত্মা বাস করে। দেহযাত্রা (বিশেষ্য) দেহধারণ; জীবনযাপন। দেহরক্ষা (বিশেষ্য) দেহত্যাগ; মৃত্যু। দেহরক্ষী (বিশেষ্য) রাজা, রাষ্ট্রনায়ক প্রভৃতির দেহ রক্ষার্থে যে রক্ষী তাঁদের সঙ্গে সঙ্গে থাকে। {√দিহ্‌+অ(অচ্‌)}
    • Bengali Word দেহলি, দেহলী English definition [দেহোলি] (বিশেষ্য) দাওয়া; ঘরের সম্মুখস্থ রোয়াক; বারান্দা; দরজার চৌকাঠের উপরের বা নিচের কাঠ। {(তৎসম বা সংস্কৃত) দেহ+√লা+ই}