• Bengali Word থোপন, থোপনি English definition [থোপোন্‌, থোপ্‌নি] (বিশেষ্য) রেশম প্রভৃতির সুতার গুচ্ছ যা স্ত্রীলোকের কেশবন্ধনে দরকার হয় (পাটে থোপন কনক-বন্ধন বিরাজিত রত্নমণি-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>}
    • Bengali Word থোপনা ১ English definition [থোপ্‌না] (বিশেষ্য) ১ স্তবক; বড় গুচ্ছ; বেশ বড় গোছা (পালক দেওয়া টুপি এবং থোপনা বাঁধা তলোয়ার ঝুলিয়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>}
    • Bengali Word থোপনা ২ English definition [থোপ্‌না] (বিশেষ্য) ভারী চিবুক; স্থূল বা মোটা থুতনি; থোতনা। {(তৎসম বা সংস্কৃত) ত্রোটি>}