• Bengali Word তোড়ি, তোড়ী, টোড়ি, টোড়ী English definition [তোড়ি, তোড়ি, টোড়ি, টোড়ি] (বিশেষ্য) ১ সঙ্গীতের একটি রাগিণী (জৌনপুরী তোড়ির তোড়া বাজায় হাজার মজলিশে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ প্রভাতী রাগিণীবিশেষ (সাঁঝের বেলায় তোড়ি রাগিণী আলাপের মত যেন বিষম বে-সুরো-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ত্রোটকী>}