• Bengali Word তাড়স, টাড়স English definition [তাড়োস্‌, টাড়স] (বিশেষ্য) ব্যথার প্রভাব; বেদনার ফল (ফোড়ার তাড়সে জ্বর এসেছে)। তাড়সের জ্বর (বিশেষ্য) আঘাত বেদনা ভীতি প্রভৃতি কারণে জ্বর। {(তৎসম বা সংস্কৃত) √তাড়ি+(বাংলা) অস্‌; ‘টাড়স’ (আঞ্চলিক)}