• Bengali Word টোকা ১ English definition [টোকা] (বিশেষ্য) ১ শুকনা পাতা, বাঁশের চটা প্রভৃতি দিয়ে তৈরি ছাতা; মাথাল (চাষীরা টোকা মাথায় দিয়া বাহির হইয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ধুচুনি; চাল ধোয়ার ছিদ্রযুক্ত পাত্রবিশেষ। {(পর্তুগিজ)touca}
    • Bengali Word টোকা ২ English definition [টোকা] (বিশেষ্য) আঙুলের অগ্রভাগ দ্বারা লঘু আঘাত; টুসকি; ছোট ধাক্কা (নিশ্চয় টোকা দেবে দরজায়-আলাউদ্দীন আল আজাদ)। {(তৎসম বা সংস্কৃত) ছোটিকা>}
    • Bengali Word টোকা ৩, টুকা English definition [টোকা, টুকা] (ক্রিয়া) ১ লিখে নেওয়া; নোট করা; স্মরণার্থ লিখে রাখা। ২ কপি করা না নকল করা। ৩ অসাধু উপায়ে একে অপরের খাতা দেখে লেখা। ৪ দোষ দেখানো বা ধরা; দোষের কথা বলা (সে সবাইকে টোকে)। ৫ কুড়ানো (ফল টোকায়)। ৬ পিছু ডাকা। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। □(বিশেষণ) অন্যায়ভাবে নকল করা হয়েছে এমন। {√টুক্‌+আ}