• Bengali Word টেরা, ট্যারা English definition [ট্যারা] (বিশেষ্য) টেড়া; তেরছা বা তির্যক দৃষ্টিবিশেষ (টেরা চোখ)। {(তৎসম বা সংস্কৃত) তির্যক্‌>; (তৎসম বা সংস্কৃত) টের>}
    • Bengali Word লুটেরা, লুটেল English definition ⇒ লুঠেরা
    • Bengali Word লুটেরা, লুঠেল, লুটেরা, লুটেল English definition [লুঠেরা, লুঠেল্‌, লুটেরা, লুটেল্‌] (বিশেষ্য), (বিশেষণ) যে লুট করে; লুণ্ঠনকারী; অপহারক; ডাকাত; লুণ্ঠক (এই পরম স্বর্গকে লুণ্ঠন করতে না পারলে আমাদের বগী বা লুঠেরা নামটাই বৃথা-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) লুট+ (বাংলা) এরা}