• Bengali Word টেপা ১, টিপা English definition [টেপা, টিপা] (ক্রিয়া) ১ নিষ্পেষণ করা; চাপ দেওয়া; মর্দন করা; ডলে দেওয়া (শরীর টেপা)। ২ আঙুরের অগ্রভাগ দ্বারা চাপ দেওয়া (মাথা টেপা)। ৩ ঠারা; ইঙ্গিত করা; ঠারে ঠোরে সাবধান করা (চোখ টেপা)। ৪ অতি সাবধান সতর্কতার সাথে স্থাপন করা (পা টিপে হাঁটা)। ৫ ইঙ্গিত বা ইশারায় গোপনে সতর্ক করা বা প্ররোচিত করা। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। □(বিশেষণ) ১ টেপে এমন (নাড়ী-টেপা ডাক্তার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ কৃপণ। ৩ টিপতে বা চাপ দিতে হয় এমন (টেপা কল)। টেপা গোঁজা (বিশেষ্য) ১ কার্পণ্য বা আঁটাআঁটি (টেপা-গোঁজা করে সংসার চালাতে হয়)। ২ অপ্রশস্ত জায়গা (এই টেপা-গোঁজার মধ্যে চোদ্দগুষ্টির জায়গা হবে কি করে)। ৩ চাপাচাপি (টেপা-গোঁজা করে বসলে কোনো রকমে জায়গা হয়ে যাবে)। টিপাটিপি, টিপাটিপি (বিশেষ্য) পরস্পরের গোপন ইঙ্গিত বা ইশারা। টেপানো, টেপনো, টিপনো (ক্রিয়া) ১ পেষণ করানো; মর্দন করানো। ২ মালিশ করানো; চাপ দেওয়ানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। কলা টেপা (ক্রিয়া) গোপনে কৌশল করা বা পরামর্শ দেওয়া। নাড়ি টেপা (বিশেষ্য), (বিশেষণ) হাতুড়ে; যে নাড়ি টিপে চিকিৎসা শাস্ত্র জানবার ভান করে। {√টিপ্‌+আ}
    • Bengali Word টেপা ২ English definition ⇒ টেপা
    • Bengali Word কলটেপা English definition ⇒ কল১