• Bengali Word টেকা, টেঁকা, টিকা English definition [টেকা, টেঁকা, টিকা] (ক্রিয়া) ১ থাকা; অবস্থান করা। ২ তিষ্ঠানো (স্কুলে আমাদের আর টেকা দায়-সুকুমার রায়)। ৩ স্থায়ী হওয়া (এ চাকরি কি টিকবে?)। ৪ বেঁচে থাকা (এ রোগী আর টিকবে না)। ৫ বজায় থাকা (মত টেকা)। টেকানো, টিকানো, টিকানো (ক্রিয়া) ১ বজায় থাকা (মত টেকা)। টেকানো, টিকনো, টিকানো (ক্রিয়া) ১ বজায় রাখা। ২ দীর্ঘস্থায়ী করা। ৩ প্রাণ রক্ষা করা। ৪ উক্ত সকল অর্থে। টিকে থাকা (ক্রিয়া) ১ বেঁচে থাকা। ২ স্থায়ী হয়ে থাকা। টিকে যাওয়া (ক্রিয়া) ১ মৃত্যুর কবল থেকে রক্ষা পাওয়া। ২ কোনো কাজে স্থায়ী হওয়া বা দীর্ঘদিন থেকে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) √স্থা>(তৎসম বা সংস্কৃত) তিষ্ঠ>(প্রাকৃত) তিট্‌ঠ>}
    • Bengali Word টেকারি English definition [টেকারি](বিশেষ্য) এক প্রকার ছোট গুল্ম। {(তৎসম বা সংস্কৃত) টঙ্কারী>}
    • Bengali Word টেকাল English definition ⇒টিকালো