• Bengali Word টেকর, টিকর English definition [টেকর্‌ টিকর্‌](বিশেষ্য) ১ উচ্চস্থান; উঁচু জায়গা (যদি বর্ষে মকরে ধান হবে টেকরে-খনার বচন)। ২ আলি; বাঁধ। ৩ উচ্চ স্তূপ (এক একটা কুত্তার সামানে গোস্‌তের এক একটা টিকর-আবুল মনসুর আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) তুঙ্গ>