• Bengali Word টেংরি, টেঙরি, টেংগরি, টেঙ্গরি English definition [টেঙ্‌রি,টেঙ্‌রি,টেঙ্‌গ্‌রি, টেঙ্‌গ্‌রি](বিশেষ্য) ১ ছাগাদি পশুর পায়ের নিম্নাংশের হাড়। ২ পা; ঠ্যাং। টেংরিতে জুত হওয়া, টেংরি বাড়া (ক্রিয়া) স্পর্ধা বর্ধিত হওয়া; অহমিকাপূর্ণ দুঃসাহস বেড়ে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) ত্রিকণ্টক>}