• Bengali Word টেংরা ১, ট্যাংরা, টেঙরা, টেংগরা, টেঙ্গরা English definition [ট্যাঙ্‌রা, ট্যাঙ্‌রা, ট্যাঙ্‌রা, ট্যাঙ্‌গ্‌রা, ট্যাঙ্‌গ্‌রা](বিশেষ্য) তিন কাঁটাযুক্ত ক্ষুদ্র আঁশশূন্য মৎস্যবিশেষ। টেংরাগেঁটে (বিশেষণ) খাঁটি অথচ কঠিন দেহ; গাট্টা-গোট্টা। {(তৎসম বা সংস্কৃত) ত্রিকন্টক>}
    • Bengali Word টেংরা ২ English definition [ট্যাঙ্‌রা](বিশেষ্য) উচ্চ জায়গা; উচ্চভূমি।{(তৎসম বা সংস্কৃত) তুঙ্গ>}