• Bengali Word টেঁটন, টেটন, ট্যাটন English definition [ট্যাঁটন্‌, ট্যাটন্‌, ট্যাটন্‌] (বিশেষণ) ১ ধৃষ্ট; চতুর (তোমা হেন পৃথিবীতে নাহিক টের্‌টন-বড়ু চণ্ডীদাস)। □(বিশেষ্য) ১ জুয়াড়ি। ২ ধড়িবাজ; ধূর্ত; প্রবঞ্চক। টেটনী, টেন্টনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) প্রগল্‌ভা; অতিশয় চতুরা; ধূর্তা (টেটনী রাধা-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) শঠ>ঠেঁটা>; (তৎসম বা সংস্কৃত) ধৃষ্ট>}