• Bengali Word টেঁকটেঁক, ট্যাঁকট্যাঁক English definition [ট্যাঁক্‌ট্যাঁক্‌] (অব্যয়) ১ কর্কশ ভাষণ বা অপ্রিয় স্পষ্টভাষণসূচক। ২ সর্বদা পিছনে লেগে থাকা বা সতর্কবাণী উচ্চারণবোধক। টেঁকটেঁকানো, ট্যাকট্যাঁকানো (ক্রিয়া) ট্যাঁক ট্যাঁক করা; অনবরত বিরক্তিজনক কথা বলা। টেঁকটেঁকে, ট্যাঁকটেঁকে (বিশেষণ) ১ হৃদয়বিদারক। ২ কর্কশ; ক্যাঁটকেটে; কড়া-কড়া। {ধ্বন্যাত্মক}